Pay Commission – 22 হাজার 500 কোটি টাকার DA বকেয়া রয়েছে! কবে মিটবে এই বকেয়া DA? কি বলছে রাজ্য সরকার
রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে আন্দোলন আজকের কথা নয়, প্রায় এক বছরের (Pay Commission) বেশি সময় ধরে ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়ে চলেছে যদিও রাজ্য সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য যে আন্দোলন থেকে এখনো বলবৎ রয়েছে। যেহেতু বর্তমানে লোকসভা নির্বাচন রয়েছে, তাই এই নিয়ে আপাতত স্থগিত রয়েছে আন্দোলন।
6th Pay Commission DA Hike News Update
যদিও লোকসভা নির্বাচনের পরে আবারো আন্দোলনের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে জানা যাচ্ছে বাম শাসিত কেরলে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে অসন্তোষ জন্ম নিয়েছে। কেরলের অর্থ দপ্তরের একজন আধিকারিক যিনি নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করেছেন (Pay Commission).
তিনি জানিয়েছেন, সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের ডিএ (Dearness Allowance) এবং ডিআর বাবদ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে বর্তমানে কর্মরত রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বাবদ বকেয়া রয়েছে ২২ হাজার ৫০০ কোটি টাকা (Pay Commission).
কেরল রাজ্যের অর্থমন্ত্রী এই বছর ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ২ শতাংশ DA বৃদ্ধি করেছিলেন তার সাথে DR বৃদ্ধি করেছিলেন ২ শতাংশ। এই দুই শতাংশ করে ডিএ ও ডি আর বৃদ্ধি করার ফলে রাজ্য সরকারের অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে (Pay Commission).
কিন্তু এই ২ শতাংশ ডিএ বৃদ্ধির (DA Hike) ফলে বকেয়া ডিএ ১৭ থেকে কমে ১৫ শতাংশে নেমেছে। তবে পুরো বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Alloance) মেটাতে ২২ হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন পড়বে সরকারের এমনটাই জানিয়েছেন অর্থ দপ্তরের আধিকারিকরা (Pay Commission).
কেরল রাজ্যের রাজ্য সরকারের কর্মীরা এই ২ শতাংশ ডিএ বৃদ্ধির আগে ৭ শতাংশ করে ডিএ পেতেন। ২ শতাংশ ডিএ বৃদ্ধি করায় DA পরিমাণ হয় ৯ শতাংশ। যদিও এই অর্থবর্ষে কেরলের ডিএ বেড়ে ২৫ শতাংশ হওয়ার কথা ছিল। সেখানে শুধুমাত্র ৯ শতাংশ হওয়ায় ‘বকেয়া’ ডিএ ১৬ শতাংশে হয়ে দাঁড়িয়েছে (Pay Commission).
যোগ্যদের তালিকা প্রকাশ করার আগে মুখ্যমন্ত্রী SSC কমিশনকে কি নির্দেশ দিলো জানুন
তবে সরকারি আধিকারিকরা জানান, বকেয়া হল ১৫ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর পরিমান ৫০ শতাংশ সেক্ষেত্রে কেরল রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পার্থক্য এখনো অনেকটাই। বর্তমানের বেতন সংশোধনের ফলে (Pay Commission) সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পাওনা চার দফায় দেওয়ার কথা ছিল।
জানা যাচ্ছে, যদিওপেনশন প্রাপকরা এখনও পর্যন্ত তিন দফায় বকেয়া পেয়েছে। তাঁদের আর এক দফা বকেয়া পাওয়া বাকি আছে। তবে কর্মরত সরকারি কর্মীরা এখনো পর্যন্ত এক দফাও বকেয়া পাননি। প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পার্থক্য এখনো অব্দি অনেকটাই রয়েছে (Pay Commission).
ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।
এই সমস্যা অনেক দিনের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের কবে অবসান ঘটবে সরকারের কর্মীদের কাছে সেটা অনিশ্চিত। অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। তেমনি কেরল রাজ্য সরকারি কর্মীদের এই ২২ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া কত দিনে পরিশোধ করবে সরকার সেই দিকেই তাকিয়ে রয়েছে কেরল রাজ্য সরকারি কর্মীরা।