Sustainable Business Ideas 2022 – মাত্র 2000 টাকার পুঁজিতে শুরু করতে পারেন এই ৫ টি দুর্দান্ত ব্যবসা।
Sustainable Business Ideas 2022 – ক্ষুদ্র অথচ উৎপাদনমুখী ব্যবসার ৫ টি দুর্দান্ত আইডিয়া।
আপনি কি একজন হোম মেকার? অথবা অবসর সময়ে কিছু করতে ইচ্ছুক? আয় করতে চান বাঁধাধরা চাকরির পাশাপাশি (Sustainable Business Ideas 2022) অন্য কোনভাবে? তাহলে এই প্রতিবেদনটি বিশেষত আপনাদেরই জন্য। আজ আলোচনা করতে চলেছি ৫ টি বিশেষ ক্ষুদ্র অথচ উৎপাদনমুখী ব্যবসা সম্পর্কে যেটি করে মাত্র কয়েক দিনের মধ্যে হতে পারবেন সকলের কাছে পরিচিত এবং এবং ব্যবসার দিক দিয়ে লাভবান।
১) জ্যাম, জেলি তৈরির ব্যবসা- আজকালকার দিনে প্রায় প্রত্যেকের বাড়িতেই কমবেশি ভিন্ন ভিন্ন স্বাদের জ্যাম, জেলি ইত্যাদি রাখা হয়। কারণ এটা যেমন ভিন্ন স্বাদের ফল থেকে তৈরি হওয়ায় ভিন্ন স্বাদে পরিপূর্ণ থাকে, তেমন নেই চটজলদি খাবার পরিবেশন করার সবচেয়ে আদর্শ উপায়ের মধ্যে একটি। সকালের চরম ব্যস্ততার মধ্যে অফিস কিংবা স্কুল কলেজ বা টিউশনে যাওয়ার আগে নিজের অথবা বাড়ির ক্ষুদে সদস্যদের প্লেটে ব্রেড এবং জ্যাম অথবা জেলি দিলে তার নিমিষের মধ্যে হয়ে যায় খালি। (Sustainable Business Ideas 2022)
যত তাড়াতাড়ি প্লেট ফাঁকা হয়, তত তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় জ্যাম, জেলি। আজকাল রান্নার বই ছাড়াও ইন্টারনেটে অসংখ্য জ্যাম এবং জেলের তৈরির রেসিপি হয়েছে। এগুলো দেখে তৎক্ষণাৎ ফ্রেশ ফল অথবা ফ্রুট এসেন্স দিয়ে সহজেই কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় টেস্টি জ্যাম অথবা জেলি (Sustainable Business Ideas 2022)। অবশ্যই ঠান্ডা হবার পর সেগুলিকে রাখতে হবে কাচের শিশিতে বা বয়মে।
ব্যাস এবার চেনা পরিচিত অপরিচিত বিভিন্ন দোকানে, বাজারে ব্যবসায়ীদের কাছে আপনার তৈরি জ্যাম, জেলির স্যাম্পেল টেস্ট করিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। আর এটি তৈরিতে যে খুবই সামান্য পরিমাণ অর্থ ব্যয় হবে তা নিশ্চয়ই আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না। (Sustainable Business Ideas 2022)
২) মধু উৎপাদন- ত্বকের যত্ন দেওয়া থেকে শুরু করে খাদ্যাভ্যাস ইত্যাদি সমস্ত কাজে প্রয়োজন হয় মধুর। এটি এমন একটি প্রাকৃতিক মহামূল্যবান উপাদান যেটি সদ্যোজাত বাচ্চা থেকে শুরু করে সকলে নানান কাজে ব্যবহার করে থাকেন। আজকাল সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মধু উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন। (Sustainable Business Ideas 2022)
ইচ্ছুক ব্যক্তিরা মধু উৎপাদন এবং আহরণের বিষয়ে আরো জ্ঞান অর্জন করে ট্রেনিং নিয়ে শুরু করতে পারেন একটি কাল্টিভেশন। মধু এমন একটি জিনিস যেটি সারা বছর ভালো থাকে। খুবই অল্প পরিসরে মাত্র কয়েক বিঘা জমি নিয়ে। উৎপাদন করা যায় এই মধু। আর যদি একবার এই ব্যবসাকে (Sustainable Business Ideas 2022) দাঁড় করাতে পারেন তবে দেশে-বিদেশে রপ্তানি করতে পারবেন অনেক পরিমাণ মধু।
৩) সফট টয়েস তৈরির ব্যবসা- প্রত্যেকের ঘরেই আজকাল দেখতে পাওয়া যায় নানান ধরনের সফট টয়েস। আর যদি ঘরে থাকে ছোট কোন বাচ্চা তাহলে তো কথাই নেই। ঘর সাজানোর জন্য অনেকে ব্যবহার করেন এগুলি। সুতরাং অল্প পুঁজি বিনিয়োগে শুরু করা যেতে পারে এই ধরনের ব্যবসা (Sustainable Business Ideas 2022)। এরজন্য প্রথমে সফট টয়েসের কাটিং খোলগুলো ভালো করে সেলাই করে নিতে হবে। এরপর তার ভেতর সফট টয়েসের পশম ভরে সেলাই করলেই তৈরি হয়ে যাবে সফট টয়েস।
প্রথমে কোন কারখানার সঙ্গে যুক্ত হয়ে করা যেতে পারে এই কাজ। পরবর্তীকালে বাড়িতে সেলাই মেশিন এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনে সহজেই শুরু করা যেতে পারে এই ব্যবসা (Sustainable Business Ideas 2022)। আর ব্যবসায় মুনাফা আরো বৃদ্ধি পেলে কেনা যেতে পারে অটোমেটিক অথবা সেমি অটোমেটিক মেশিন, যেগুলোর সাহায্যে ফসল ভরা থেকে শুরু করে সেলাই সমস্তটাই করা যাবে নির্ঝঞ্ঝাটে আবার খুবই অল্প সময়ের মধ্যে।
৪) চানাচুর, নিমকি কিংবা নোনতা তৈরির ব্যবসা- বিকেল হলেই মনটা কেমন আনচান করে নোনতা কিছু খাবার আশায়। ঠিক কি না বলুন? ছোট-বড় সকলেই চান কোনোদিন এমনি নোনতা খেতে, আবার কোনদিনও ঝালমুড়ি বানিয়ে তার সাথে খেতে। তাইতো এই চাহিদা কাজে লাগিয়েই শুরু করা যেতে পারে অল্প পুঁজিতে ব্যবসা। (Sustainable Business Ideas 2022)
এমন কোন মুদির দোকান নেই যেখানে কোন নোনতা আইটেম রাখা হয় না বা কোন ক্রেতা আসেন না তা কিনতে। তাই বাড়িতেই নানা রকম নোনতা আইটেম যেমন চানাচুর, নিমকি, গাটিয়া, ঝুরিভাজা, নানা রকম ডাল ভাজা ইত্যাদি স্বল্প পরিমাণে ভেজে পাশে বাড়ি এবং বাজার, দোকানে স্যাম্পল টেস্টিং এর মাধ্যমে শুরু করা যেতে পারে দুর্দান্ত এর ব্যবসা। (Sustainable Business Ideas 2022)
মাধ্যমিকে এবার 60% পেলেই 24 হাজার টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন
৫) কেক-বিস্কুট, কুকিজ তৈরির ব্যবসা- চটজলদি খিদে মেটানোর মতো কোন খাবারের নাম করলে বাদ পড়ে না কেক-বিস্কুট কিংবা কুকিজের নাম। বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন অথবা চুল্লি থাকলে সহজেই বানিয়ে ফেলা যায় একেবারে দোকানের মত কেক-বিস্কুট কিংবা কুকিজ। আজকাল গ্যাসেও (Sustainable Business Ideas 2022) অনেকে এমন টেস্টি নানা রকম আইটেম বানিয়ে থাকেন।
আর বিভিন্ন ফ্রুট এসেন্স কিংবা ত্রুটি-ফ্রুটি অথবা ড্রাই ফ্রুটস মিশিয়ে বানানো যেতে পারে আরো টেস্টি কেক-বিস্কুট অথবা কুকিজ। আর একবার বিভিন্ন উৎসব অনুষ্ঠান কিংবা মুদির দোকানে অর্ডার পেলে আর পিছন ফিরে তাকানোর দরকার পড়বে না। বলার অপেক্ষা রাখে না আজকাল কাস্টমাইজ নানা ধরনের কেকের (Sustainable Business Ideas 2022) বিপুল চাহিদা বেড়েছে সকলের মধ্যে।
তাহলে আর দেরি কিসের! এখনি এগুলির মধ্যে একটি ব্যবসায়িক আইডিয়া বেছে নিন এবং শুরু করে দিন কম পুঁজি বিনিয়োগের আপনার ব্যবসা। যেটি উৎপাদনমুখীও হবে এবং পেয়ে সন্তুষ্টি পাবেন গ্রাহকরাও। এমনই আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
সুখবর! এবার এই অনলাইন কোর্স করলে মিলবে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা