Sukanya Samriddhi Yojana – সুকন্যা সমৃদ্ধি যোজনা নতুন নিয়ম। সুকন্যা সমৃদ্ধি যোজনা ইন্টারেস্ট রেট।

সরকারের তরফ থেকে Sukanya Samriddhi Yojana র নিয়মে আনা হল বদল। এই পাঁচটি নিয়ম সম্পর্কে জানলে আপনিও হবেন স্তম্ভিত। যা মানুষের উপকারের স্বার্থেই আনা হয়েছে। কেন্দ্র সরকেরের জন স্বার্থে এটি একটি নতুন চিন্তা ধারা। যা এখন প্রত্যেকটি কন্যা সন্তানের ওপর প্রযোজ্য। এই পাঁচটি নিয়ম কি? তা জানতে আজকের প্রতিবেদনটি পড়ুন সম্পূর্ণ।

5 changing Rule About Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?

সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকারের “বেটি পড়াও, বেটি বাঁচাও” প্রকল্পের আয়তাধীন একটি স্কিম। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী চালু করেছিলেন। যেখানে ১০ বছরের কম বয়সি শিশু কন্যারা তাদের রেজিসট্রেসন করতে পারবে। ঠিক ২১ বছর বয়সে এই স্কিমটি পরিপক্কতা পাবে। এবং এখানে নুন্যতম টাকার বিনিময়ে আপনারা ভালো ধরনের সুদ পাবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনার যোগ্যতা

১) প্রত্যেক পরিবারের ৩ জন মেয়ে সন্তানের মধ্যে ২ জন কন্যা সন্তানের অ্যাকাউন্ট খোলা যাবে ।
২) ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের এই প্রকল্পের নিবন্ধন করতে হবে।
৩) কন্যা সন্তানের হয়ে তার পিতা মাতা বা অভিভাবক এই ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে পারবেন।
৪) প্রত্যেক কন্যা শিশুর হয়ে তার বাবা মা, বা আইনত যারা অভিভাবক তারাই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পোস্ট অফিসের নতুন সঞ্চয় প্রকল্প। প্রতিমাসে 20 হাজার টাকা পাবেনসুযোগ

তবে এখন থেকে এই নিয়মে পরিবর্তন আনা হল। এবার থেকে কোনো পরিবারে যদি একজন কন্যা সন্তান জন্মায় এবং তারপরে আবার যমজ কন্যা সন্তান জন্মায় তাহলে দুজন কন্যা সন্তানেরই সুকন্যা সমৃদ্ধি যোজনা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুতরাং এখানে আপনারা তিন জন কন্যার সুবিধাই ভোগ করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তানরা ১৮ বছরের আগে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না। সেই অ্যাকাউন্ট তার অভিভাবক দ্বারা পরিচালিত হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার কর ছাড়

এই স্কিমের অধীনে টাকা উত্তোলনের সময় আয় কর অনুযায়ী একটি ছাড় পাওয়া যায়। যা আগে তৃতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। কিন্তু এখন থেকে আপনারা ৮০c অনুযায়ী কর ছাড়ের এই বিশেষ সুবিধাটি তৃতীয় সন্তানের ক্ষেত্রে পাবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার থেকে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। প্রতি আর্থিক বছর অনুযায়ী জমা হওয়া সুদ গ্রাহকরা হাতে পাবেন না। সেটি তার ব্যাংক অ্যাকাউন্টেই ধীরে ধীরে জমা হবে। কোনো কারণ বসত যদি অ্যাকাউন্টি আর সক্রিয় না থাকে তাহলে জমাকৃত টাকার ওপর সুদ হতে থাকবে।

আগে নিয়ম ছিল মেয়াদপূর্তির আগে SSY অ্যাকাউন্ট  বন্ধ করা যাবেনা। কিন্তু এখন থেকে কন্যা সন্তানের বিয়ের পর বা মৃত্যু হলে বা কোনো মরণব্যাধিতে আক্রান্ত হলে আপনারা কন্যা সন্তানের মেয়াদপূর্তির আগেই সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। আশা করা যাচ্ছে এই নিয়মের বদলির ফলে আপনারা অনেকাংশে সুবিধা পাবেন। এবং নিয়মের বদলির ফলে আপনারা কততা উপকৃত হলে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button