Weekend Destination – দুদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার 5টি চমৎকার জায়গা।

ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছেন? বেড়াতে যাওয়ার বা Weekend Destination এর কথা ভাবতেই মাথায় আসছে ব্যাংক ব্যালেন্সের কথা! তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের এমন কয়েকটি জায়গায় হদিশ দেবো যেখানে বেড়াতে গেলে আপনাদের দু বার ভাবতে হবেনা। বাজেটেড টাকায় অল্প সময়ে আপনারা অনায়াসেই চলে যেতে পারবেন এই জায়গাগুলিতে।

Advertisement

5 Budgeted Place for Weekend Destination

এখন বেশিরভাগ মানুষই দৈনন্দিন কোনো না কোনো কাজের সাথে জড়িত। অধিকাংশ মানুষই তাদের রেগুলার অফিস করতে করতে ক্লান্ত। এছাড়া যেসব মহিলারা বাড়িতে থাকেন বা ঘর সংসার সামলান অতিদীর্ঘ ছুটি নিয়ে কোথাও যেতে চাইছেন না তাদের কাছে আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপুর্ণ। একঘেয়েমির এই জীবনধারা থেকে বিরতি নিয়ে আপনারাও কিছু দিনের জন্য এইসব জায়গা (Weekend Destination) থেকে ঘুরে আসতে পারেন।

 সবজির দাম সেঞ্চুরি পার, মাছেরও দাম আকাশছোঁয়া! সমস্যায় পড়ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই।

এতে আপনাদের শারীরিক এবং মানসিক দুটো দিকই সুস্থ থাকবে। বেরিয়ে আসার পর দেখবেন কাজেও মনোযোগ দিতে পারছেন অনেক বেশি। তাহলে আর দেরি না করে জানা যাক Weekend Destination হিসাবে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন।

Ads

উইকেন্ডে ঘুরতে যাওয়ার ৫ টি সেরা জায়গা

  • মৌসুমী দ্বীপ
  • শংকরপুর
  • পূর্ব মেদিনীপুরের বগুনার
  • পশ্চিম মেদিনীপুরের গনগনি
  • পুরুলিয়ার মুরগুমা

মৌসুমী দ্বীপ

নির্জনতা, সূর্য, বালি এবং নদীর মিলনে ছোট্ট এই মৌসুমী দ্বীপ সৌন্দর্যে অপূর্ব। নামখানা স্টেশনে নেমে ছোট একটি নদী ১০ মিনিটে পার করে বাগডাঙ্গা থেকে যেকোনো যানবাহনের মাধ্যমে আপনারা দ্বীপে পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে এই দ্বীপের দূরত্ব মাত্র ১২০ কিলোমিটার।

Advertisement

১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে আপনারা আপনাদের সফর সম্পূর্ণ করতে পারবেন।যারা সমুদ্র সৈকত ভালোবসেন তাদের জন্য এটি সেরা ঘোরার জায়গা। এছাড়া এই জায়গাটি খুবই ফটোজনিক একটি প্লেস। এখানে হোমস্টের পাশাপাশি টেন্ট খাঁটিয়ে থাকারও সুঠাম ব্যবস্থা রয়েছে।

Advertisement

শংকরপুর

শংকরপুর এটিও একটি সমুদ্রতট। যেকোনো মানুষই সমুদ্রে বেড়াতে যেতে ভালোবাসেন। সূর্যের ওঠা থেকে শুরু করে অস্ত যাওয়া, সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করা যেনো মানুষের সকল ক্লান্তিকে নিমিষে দুর করে দেয়। সুন্দর এই জায়গাটি কলকাতা থেকে মাত্র ৫ কিলোমিটার এবং দিঘা সৈকত থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খেতে খেতে ঝাউ বন, সকালে জেলেদের মাছ ধরা সহ আরো নানারকম দৃশ্য উপভোগ করতে পারবেন।

Ads

পূর্ব মেদিনীপুরের বগুরান

বগুরানও একটি খুবই সুন্দর সমুদ্র সৈকত। এখানে গেলে আপনারা সামুদ্রিক দৃশ্যতো উপভোগ করতে পারবেনই। তার পাশাপাশি আপনার পায়ের সামনে ঘুরতে বেড়াতে দেখবেন অজস্র লাল কাঁকড়ার দল। এছাড়া এখানে রয়েছে গোল্ডেন জ্যকেল, বেঙ্গল ফক্স, মনিটর লিজার্ড সহ দীর্ঘ ঝাউবন সহ ম্যানগ্রোভ অরণ্য। পরিবেশপ্রেমীরা কোনো বিধা ছাড়াই এই অঞ্চলে ঘুরতে যেতে পারেন।

পশ্চিম মেদিনীপুরের গনগনি

গনগনিওকে “বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন” বলা হয় থাকে। এটি মূলত খাদ এলাকা। এখানে বয়ে চলেছে শিলাবতী বা শিলাই নদী। বেলে পাথরে তৈরি এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে খুবই পছন্দের একটি জায়গা। এছাড়া বর্ষায় নদীর জলে এখানকার পরিবেশ জানো আরো মোহময়ী রূপ ধারণ করে চারপাশের পরিবেশকে আরো সুন্দর করে তোলে।

পুরুলিয়ার মুরগুমা

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত মুরগুমা। এখানে রয়েছে কংসাবতী নদী, যার ওপর রয়েছে মুরগুমা বাঁধ বা মুরগুমা বাঁধ। পরিবার সহ আপনারা Weekend Destination হিসাবে এই জায়গাটিকেও বেঁছে নিতে পারেন।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment

Advertisement