Bank Balance বাড়ানোর দারুন সুযোগ, জেনে নিন লক্ষ্মী লাভের এই 4টি উপায়।
কঠোর পরিশ্রম ছাড়াই Bank Balance বাড়িয়ে মোটা টাকা আয়ের পদ্ধতি।
শুধু টাকা আয় করলেই চলবে না (Bank Balance)। তার পিছনেও কয়েকটি কারণ থাকে, যেগুলি না মানলে কঠোর পরিশ্রম করলেও কখনোই টাকা উপার্জন করা সম্ভব নয়। বাস্তুশাস্ত্র সেগুলির মধ্যে একটি। বাস্তুশাস্ত্রে কয়েকটি কথা বলা হয়েছে, যাতে আর্থিক লাভ অর্জন হয়।
অনেকে জানেন না বাস্তুশাস্ত্র কি? আবার অনেকে মানেন না বাস্তুশাস্ত্র সম্পর্কে। কিন্তু Bank Balance বাড়াতে বা আর্থিক লাভের জন্য বাস্তুশাস্ত্রে কি বিধান দেওয়া হয় তা জানেন কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক।
১) ঘর নোংরা রাখলে মা লক্ষ্মী বিরাজ করেন না, তা অনেকেই মানেন। তাই ঘর সর্বদা পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিক ঠিক রাখলে ঘরে ধন-সম্পদ বাড়ে।
২) বাড়িতে বানানোর পর অনেকেই নিজেদের পছন্দমতো রং সিলেক্ট করে থাকেন। কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্রে কি বলা হয়েছে? বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের পূর্ব দিকে সাদা রং পেইন্ট করাতে হবে। পশ্চিমে নীল রং, উত্তরে সবুজ এবং দক্ষিণে লাল রং। এতে মানা হয় ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে।
৩) বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের দরজা বা জানালা সবসময় পরিষ্কার রাখা উচিত। অনেকে সকাল ও সন্ধ্যায় জানালা খোলা রাখতে পছন্দ করেন না। কিন্তু এই সময়ে জানালা খোলা রাখলে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে।
স্কুল, কলেজ ও ITI পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে আবেদন করলেই মিলবে নগদ 30 হাজার টাকা
৪) আর একটি অন্যতম বিষয় হল জলের দিক। বাস্তুশাস্ত্র মতে, ঘরের দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিক জলের ট্যাঙ্ক রাখার জন্য। যাতে করে এই দিকগুলি থেকে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে।
এটা সম্পূর্ণ বাস্তুশাস্ত্রের উপর নির্ভর করা একটি প্রতিবেদন। অনেকে মেনে থাকেন। আবার অনেকে মানেন না। এই উপায়গুলি সকলের জন্য কার্যকর নাও হতে পারে। এর সাথে আমাদের ওয়েব পোর্টালের কোনো সম্পর্ক নেই।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.