Dearness Allowance – অবশেষে পুজোর আগেই 4% DA বৃদ্ধির ঘোষণা। মন্ত্রীসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য সুখবর।
উৎসবের মরশুমের শুরুতেই দারুন সুখবর দেশের সরকারি কর্মচারীদের (Dearness Allowance) জন্য। দীপাবলীর আগেই কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বেড়ে গেল। এমনই একটি খবর পাওয়া গেছে সরকারের সূত্র মারফত। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ডিএ বৃদ্ধি করার নির্দেশ পাস হতে চলেছে। আগের চেয়ে আরো বেশি পরিমাণে মহার্ঘভাতার সুবিধা লাভ করতে চলেছেন সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। ফলে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে চলেছে তাদের।
Dearness Allowance for Govt Employees
কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা বা কবে থেকে বাড়বে?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কয়েকদিন আগে মন্ত্রিসভার কাছে জমা দেওয়া হয় এই বিষয়ক একটি প্রস্তাব। আজ বুধবার বৈঠকে মন্ত্রিসভায় ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার ফলে দীপাবলির আগেই বড় প্রাপ্তি ঘটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যা তাদের জন্য অত্যন্ত সুখবর।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) সুবিধা ভোগ করে থাকেন। একটি বাড়ে বছরের শুরুতে জানুয়ারি মাসে। আর অপরটি বাড়ে বছরের মাঝামাঝি করে জুলাই মাসে। ২০২৩ সালে জানুয়ারি মাসে তাদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগে পেটের ৩৮ শতাংশ ডিএ। ৪ শতাংশ বাড়ার ফলে তাদের বর্তমান মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে মোট 42 শতাংশ। আর এবার আরও ৪% বৃদ্ধিতে নতুন ডিএ দাঁড়ালো ৪৬% তে।
যদিও জুলাই মাসে কোন মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা। এ নিয়ে মন্ত্রিসভার কাছে প্রস্তাব রাখা হয়েছে। যদি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের আবেদনের পক্ষে পাওয়া যায়, তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। এই মহার্ঘ ভাতা লাগু করা হবে ১ জুলাই ২০২৩ অনুযায়ী।
নতুন প্রস্তাব অনুযায়ী যদি মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয় তবে এবারে এই মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে অনেকটা হবে। আগে ছিল ৪২ শতাংশ। তার উপর আরো ৪ শতাংশ বাড়ার ফলে এখন তার ৪৬ শতাংশ হতে চলেছে। ফলে এই কর্মসূচির দ্বারা বিরাট ভাবে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা।
বর্তমানে দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে বেতন যদি না বাড়ে তাহলে মানুষের সংসার চালানো দায় হয়ে পড়ে। যেমনটা ঘটছে কিছু কিছু রাজ্যের রাজ্য সরকারই কর্মীদের সঙ্গে। যাইহোক, কেন্দ্রীয় সরকার এব্যাপারে তার কর্মচারীদের ভালোমন্দের প্রতি যথেষ্ট নজর রাখে। সেই কারণেই মহার্ঘ ভাতার পরিমাণ দিন দিন বাড়িয়ে চলেছেন তারা।
যদি মহার্ঘ ভাতার পরিমাণ আরো ৪ শতাংশ বৃদ্ধি ঘটে, তবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের প্রাপ্ত বেতনের পরিমাণেও ঘটবে ব্যাপক পরিবর্তন। ডিএ (Dearness Allowance) বেড়ে ৪৬ শতাংশ হওয়ার ফলে যারা ১৮০০০ টাকা বেতন পান, তাদের এক ধাক্কায় বাড়বে ৭২০ টাকা। আগে তাদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৭৫৬০ টাকা। ৭২০ টাকা বাড়ার ফলে তা হতে চলেছে ৮২৮০ টাকা।
আরও পড়ুন, সেভিংস একাউন্ট এখন অতীত। সেভিংস প্লাস একাউন্ট খুলুন আর পেয়ে যান প্রচুর সুবিধা।
অন্যদিকে যারা বর্তমানে ৫৬ হাজার ৯০০ টাকা বেতন পান, তাদের ডিএ, নতুন নিয়ম অনুযায়ী বাড়বে ২২৭৬ টাকা। আগে তারা পেতেন মোট ২৩৮৯৮ টাকা মহার্ঘ ভাতা। এই পরিমাণ আরো বেড়ে বর্তমানে হতে চলেছে ২৬ হাজার ১৭৪ টাকা।
Written by Nabadip Saha.