RBI – আরও 4টি জনপ্রিয় ব্যাংকের লাইসেন্স বাতিল করলো RBI. দেখে নিন লিস্ট।
RBI – এই চার ব্যাংকের গ্রাহকদের মাথায় হাত, জানুন বিস্তারিত।
ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার শীর্ষে রয়েছে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের মূল কাজ হল দেশের অন্যান্য সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে দেখভাল করা। ব্যাঙ্কে রাখা টাকা যাতে সুরক্ষিত থাকে, ব্যাঙ্কগুলি যেন নিয়ম মেনে কাজ করে ইত্যাদির উপর নেক নজর থাকে আরবিআইয়ের।
ব্যাঙ্কগুলিকে সঠিক ভাবে চালনা করার জন্য প্রায়ই নানান নতুন নিয়ম বা নোটিশ জারি করে থাকে আরবিআই। সেই নির্দিষ্ট গাইডলাইন মেনে না চললে হতে পারে জরিমানাও। এমনকি আরবিআই চাইলে কোনো ব্যাঙ্কের লাইসেন্স বাতিলও করে দিতে পারে। লাইসেন্স বাতিলের অর্থ হল, ব্যাঙ্কটিকে সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় করে, বন্ধ করে দেওয়া।
ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালানো যাবে গাড়ি! জারি হল নতুন নিয়ম, জানুন বিস্তারিত।
এবার নিয়ম ভঙ্গ করার জন্য আরবিআইয়ের তরফে দেশের চারটি সমবায় ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিটি ব্যাঙ্ককে 44 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরবিআইয়ের পক্ষ থেকে এই 4 টি ব্যাঙ্ককে সতর্কও করা হয়েছে। এর পরেও নিয়ম না মানলে বাতিল করা হতে পারে এই 4 টি ব্যাঙ্কের লাইসেন্সও।
যে চারটি ব্যাঙ্ককে জরিমানার সম্মুখীন হতে হয়েছে, সেগুলির মধ্যে একটি হল, তামিলনাড়ু স্টেট অ্যাপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্ককে 16 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আরবিআইয়ের তরফে। এছাড়াও, RBI এর জরিমানার সম্মুখীন হয়েছে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্কটির উপর 13 লাখ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। এরই সাথে জরিমানা করা হয়েছে পুণের জনতা সহকারি ব্যাঙ্ককে। এই ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক 13 লাখ টাকা জরিমানা করেছে। রাজস্থানের বরান নাগরিক সহকারি ব্যাঙ্কের উপরেও জরিমানার বোঝা লাগু করা হয়েছে। এই ব্যাঙ্ককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যে চারটি ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে, সেই সব ব্যাঙ্কের গ্রাহকদের অবশ্য কোনো অসুবিধা হবে না। কোনো ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্কের থেকে জরিমানা মেটানোর নির্দেশ পেলে গ্রাহকদের কোনো সমস্যা তৈরি হয় না। গ্রাহকরা টাকা তোলা, জমা দেওয়া ইত্যাদি সমস্ত কাজই স্বাভাবিক ভাবে করতে পারেন। তাই, এক্ষেত্রেও চারটি ব্যাঙ্কের গ্রাহকদের কোনো বাড়তি সমস্যার সম্মুখীন হতে হবে না।
নতুন 500 ও 2000 টাকার নোট নিয়ে সতর্ক করলো RBI, ভালো চাইলে জেনে নিন।