DA Hike: সুখবর! 3 শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের! দীপাবলির আগে জানিয়ে দিল সরকার

সরকারি কর্মীদের জন্য দারুন খুশির খবর। দীর্ঘ দিন ধরে তারা অপেক্ষা করছিলেন ডিএ বৃদ্ধির (DA Hike) সুখবর শোনার জন্য। আর এইবার মিলল সেই সুখবর। দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করল সরকার। একলাফে ৩ শতাংশ ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। উৎসবের মরশুমে সরকারের সিদ্ধান্তে মুখে হাসি ফুটলো লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মীর। একলাফে এতটা ডিএ বাড়ায় সেই সঙ্গে বাড়বে বেতন। এই মরশুমে সরকারি কর্মীদের পকেটে আসবে মোটা টাকা। মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর সম্পর্কে নতুন এই আপডেটের বিস্তারিত জেনে নেওয়া যাক।

Government Employees DA Hike 2024

দীপাবলির আগে সকল সরকারি কর্মীরা পেলেন দারুন সুখবর। এতদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) জন্য মনেপ্রাণে অপেক্ষা করছিলেন তারা। অবশেষে সেই অপেক্ষা পূরণ হল। সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই সুবিধা পাবেন চাকুরিরত এবং পেনশন ভোগীরাও। অর্থাৎ ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো এই সিদ্ধান্ত। আর সবমিলিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে হলো ৫৩ শতাংশ।

গত মহার্ঘ ভাতা সংশোধনীর পরে এই মুহূর্তে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী ৫০ শতাংশ হারে DA পান। তবে দীপাবলির আগে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি সিদ্ধান্তের ফলে বর্তমানে তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে হল ৫৩ শতাংশ। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে ১ জুলাই থেকে। অনেকদিন ধরেই ইঙ্গিত মিলছিল, দীপাবলির আগে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA দীপাবলীর আগে বাড়তে পারে শোনা যাচ্ছিল। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা।কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স-এর এক আধিকারিক জানিয়েছিলেন যে, দীপাবলির আগে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতার হার বাড়ানো হতে পারে। সেই জল্পনা এবার সত্য বলে প্রমাণিত হল।

বিজয়ার ডবল সুখবর! ডিএ বাড়ল সরকারি কর্মীদের! অক্টোবরের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

Government Employees DA Update

বর্তমানে ভারতের মূল্যবৃদ্ধির বাজারে জীবন যাপন করা কতটা কঠিন তা সকলেই জানেন। আর সেই আবহে সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তাই কেন্দ্রীয় সরকারি কর্মীরা আশা করছিলেন উৎসবের মরশুমে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে। অপেক্ষা সফল হতে সকলের মুখে ফুটেছে হাসি।

ভারতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বরাবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশন ভোগীদের ডিআর বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।মূল্যসূচকের নিরিখে সাধারণত প্রত্যেক বছরে দু’বার করে DA-র হার পাল্টায়। জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে DA-র হারে সংশোধন ঘটায় কেন্দ্রীয় সরকার। এর আগে চলতি বছরের ২০২৪ ২৪ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৪ শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশে নিয়ে যাওয়া হয়েছিল।

বাম্পার খবর! একেবারে 18% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলবে সুখবর?

গত ডিএ সংশোধনীর পর তাঁদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার বেড়ে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়ে যায়। এবার তা সেখান থেকে আরও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিএ-এর হার পৌঁছল ৫৩ শতাংশে। স্বাভাবিকভাবেই বলা যায় সরকারের সিদ্ধান্ত অনুসারে ডিএ বৃদ্ধি হতে একই সঙ্গে বাড়বে সরকারি কর্মীদের বেতন। সব মিলিয়ে উৎসবের মরশুমে পকেটে কড়কড়ে নোট আসবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

তাই আপাতত আনন্দের জোয়ারে গা ভাসাচ্ছেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করলেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির অপেক্ষায় বাংলার হাজার হাজার সরকারি কর্মী।

Related Articles

Back to top button