Hallmark Gold Rate – লক্ষ্মী পুজোর দিনে সোনার গয়নার উপর মিলছে বড় ডিসকাউন্ট। সুবিধা কেবল আজকের জন্যই।

অক্টোবরের প্রথম দিকে পর পর কয়েকদিন সোনার দাম বা Hallmark Gold Rate কমে যাওয়ায়, স্বস্তি ফিরেছিলো সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের (Gold as Investment). তবে মহালয়ার পরই সোনার দাম বা Gold Price টানা বাড়তে থাকে। হিসাব করে দেখা গেছে এই মাসে ২৪ ক্যারেট সোনার দাম বা Gold rate গত ৩০শে সেপ্টেম্বর ছিলো ৫৯৩১০ টাকা। অক্টোবরের সর্বনিম্ন দাম ছিলো গত ৬ অক্টোবর মাত্র ৫৮০৯০ টাকা। তবে এর পরই সোনার দাম বাড়তে থাকে। যার জেরে গতকাল অর্থাৎ ২৭ অক্টোবর ও ২৪ ক্যারেট সোনার দাম ৬২৭০৫ টাকা ছিলো। তবে এর মধ্যেও এই উপায়ে সোনা কিনলে কম দামে (Gold Rate) পেতে পারেন।

Advertisement

Todays Gold Rate in Kolkata

আজ কলকাতায় সোনার দাম

গতকাল আর আজকের সোনার দাম একই রয়েছে। আজ কোলকাতায়
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৬১৪০০ টাকা।
আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরা সোনার দাম বা Gold Rate 61700 টাকা।
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম (Hallmark Gold Rate today) 58650 টাকা।

আজ কোজাগরী লক্ষ্মী পূজা। বাংলার সমস্ত মানুষের কাছে এক দারুণ উৎসবের মুহূর্ত। এছাড়াও কিছুদিন আগে ই শেষ হয়েছে দুর্গাপূজা। শুধু পশ্চিমবঙ্গের নয় দেশের বিভিন্ন প্রান্তের মানুষও আনন্দে মেতে উঠেছিলেন এই উৎসবকে কেন্দ্র করে। যদিও এখানেই শেষ নয়, এখনো সামনে পড়ে রয়েছে একাধিক উৎসব যেমন কালী পূজা, ছট পূজা, ভাইফোঁটা সহ আরো অনেক কিছু। আগামী মাস পর্যন্ত চলতেই থাকবে এই উৎসবের মৌসুম।

Ads

আর উৎসব মানে তা তো শুধু আনন্দেরই নয় বরং সাজগোজেরও বটে। নতুন জামা কাপড় থেকে শুরু করে নতুন নতুন গয়না ইত্যাদিতে সেজে উঠতে সকলেরই ভালো লাগে। কিন্তু কথা যখন সোনার গয়নার আসে তখন স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে মধ্যবিত্ত মানুষদের। সোনার গয়না কেনা শখ থাকে তো সকলেরই, কিন্তু সাধ্য কজনের থাকে? তবে এ বছর উৎসবে সত্যি হতে চলেছে এই স্বপ্ন। সোনার গয়নায় পাওয়া যাচ্ছে বড়সড় ডিসকাউন্ট (Gold Discounts). যার কারণে এখন থেকে গরিবের কাছেও সহজ হয়েছে সোনার গয়না কেনা।

Advertisement

Gold Rate in Kolkata

সাধারণত উৎসবের সময় বিভিন্ন জিনিসের কেনাকাটা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বৃদ্ধি পায় সোনা হীরে রুপা ইত্যাদি গয়না কেনাও। তাই এই সময়টিতে অলংকারের উপর চলতে থাকে দারুন সমস্ত অফার (Gold Rate). সম্প্রতি পাওয়া গেছে এমনই একটি সুখবর। দেশের কয়েকটি নামকরা জুয়েলারি সংস্থা দিচ্ছে সোনার গয়নায় (Gold rate Discount offer) বড় মাপের ছাড়। দুর্গাপূজা থেকে শুরু হয়েছে এই সকল অফার, যেগুলি চলবে এই বছর দিওয়ালি পর্যন্ত। তাই সুযোগ কেবল অল্প সময়ের জন্যই। দেরি না করে এখনই কিনে নিন আপনার পছন্দের গয়না।

Advertisement

Gold Discounts in Kolkata

১. তানিস্ক জুয়েলারি কতটা ছাড় দিচ্ছে?
তনিষ্ক এর তরফে পাওয়া যাচ্ছে সোনার গয়নার উপর দারুন ডিসকাউন্ট। ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে কেনাকাটায় এই অফারগুলির সুবিধা নিতে পারেন যে কেউ৷ নবরাত্রি ও দুর্গাপুজো থেকে শুরু করে ধনতেরস, দীপাবলি পর্যন্ত এই অফার চলবে বলে জানা গেছে। বর্তমানে সোনার গয়না তৈরির মূল্যের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে এই সংস্থা।

Ads

হিরের গহনার (Diamond Jewellery Rate) উপরও আকর্ষণীয় হারে ছাড় দিচ্ছে এই জুয়েলারি কোম্পানি। এই সুবিধার সময়সীমাও সমান তারিখ পর্যন্ত নির্ধারিত। হিরের গহনার মোট মূল্যের উপরেও ২০ শতাংশ ছাড় দেওয়া হবে প্রতি কেনাকাটায়।

ইউসিপি জুয়েলারি এবং দ্বি-ধাতু প্লেন ইউসিপি-সোনাতেও তনিষ্ক ছাড় দিতে শুরু করেছে। এই সকল কেনাকাটায় ২ শতাংশ ছাড় দিচ্ছে এই কোম্পানি। স্টাডেড ইউসিপি জুয়েলারি এবং দ্বি-ধাতব স্টাডেড ইউসিপি ক্রয়ের উপরে ৩ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা স্টাডেড এবং প্লাটিনাম সলিটায়ার জুয়েলারিতেও ৩ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

আরও পড়ুন, আধার কার্ডের বদলে বাধ্যতামূলক হলো আপার কার্ড। না করলে সুবিধা পাবেন না, করলে কি সুবিধা পাবেন?

২. সেনকো জুয়েলারি কতটা অফার দিচ্ছে?
দেশের অন্যতম উল্লেখযোগ্য জুয়েলারি সংস্থা হল সেনকো জুয়েলার্স। সোনার সঙ্গে সঙ্গে হীরের গয়না প্রস্তুত করে থাকেন এনারা। এই কোম্পানির রয়েছে গসিপ কালেকশন। অনলাইন অথবা অফলাইনে এই কালেকশনের যেকোনো গয়না যদি আপনি ক্রয় করেন তাহলে ১০% পর্যন্ত ছাড় দেওয়া হবে আপনাকে প্রতি কেনাকাটার উপর। তবে আপনাকে অবশ্যই একসঙ্গে তিনটি গয়না কিনতে হবে এক্ষেত্রে।

Second Hand Bike offer তথা সেকেন্ড হ্যান্ড বাইক

৩. গয়নায় মালাবার জুয়েলারির অফার:-
মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস একটি নামকরা অলংকারের প্রতিষ্ঠান। উৎসবের মরশুমে এই কোম্পানিও দিতে শুরু করেছে ব্যাপক ছাড় প্রতি গয়নার কেনাকাটায়। তবে এই কোম্পানিকে বল অনলাইন কেনাকাটার ওপর ই ডিসকাউন্ট দিচ্ছে বলে জানতে পারা গেছে। সংস্থার রিপোর্ট অনুযায়ী, আপনি যদি ৩০ হাজার টাকার অনলাইন শপিং করেন এখান থেকে, তবে ৯১৬ বিশুদ্ধতার (Hallmark Gold Rate) একটি ১০০ মিলিগ্রাম সোনার মুদ্রা পাবেন বিনামূল্যে।

আরও পড়ুন, রাজ্য বাসীর জন্য সুখবর! পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা।

একইভাবে, রত্ন ও পোল্কি জুয়েলারির মেকিং চার্জের উপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়াও হিরের গহনাতেও পাওয়া যাচ্ছে দারুন সব ডিসকাউন্ট। এই কোম্পানি হিরের গয়নার কেনাকাটায় দিচ্ছে ৩০ শতাংশ ছাড়। গত 14 অক্টোবর থেকে শুরু হয়েছে এই ডিসকাউন্ট এর সুবিধা। যা মিলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। মুদ্রা, সলিটায়ার, ঘড়ি এবং গিফ্ট কার্ডে কিন্তু এই অফার দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থা।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement