WB Holiday: সরকারি কর্মীদের 21 দিনের ছুটি ঘোষণা করল নবান্ন। নতুন করে পাবেন ছুটি। এই তালিকায় চোখ রাখুন

Government Announced 21 Days Leave For Employees

বছরের শুরু থেকেই পরপর ছুটি (WB Holiday) পান রাজ্য সরকারি কর্মী থেকে স্কুল-কলেজের সকল পড়ুয়ারা। বছরের শুরুর দিকে প্রকাশিত হয় হলিডে লিস্ট (Holiday List). প্রত্যেক বছরের মতো এবারও সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। আর এই তালিকা থেকেই দেখা যাচ্ছে, দুর্গাপূজোয় টানা ২১ দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। উৎসবের মরশুমে টানা ছুটি পাবেন বলে দারুন খুশি সবাই। এখন দেখে নেওয়া যাক কবে কবে মিলছে ছুটি।

WB Holiday List 2025

বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলে বছর ভর ছুটি (WB Holiday) পান ‌বঙ্গবাসী। ‌প্রতি বছরের শুরু অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর প্রায় প্রত্যেক মাসে এক এর বেশি ছুটি থাকে। আর সেই ছুটির তালিকা সরকারের তরফেই প্রকাশ করে দেওয়া হয়। সরকারি কর্মীরা এবং ছাত্রছাত্রীরা সেই লিস্টে চোখ রাখেন। নববর্ষ থেকে ক্রিসমাস ইভ বছরের প্রত্যেক মাসে উৎসবের কারণে ছুটি চলে। আবার হঠাৎ করে নতুন ছুটির ঘোষণা করা হয়। বাংলার সরকার বিশেষ কোন কারনে ছুটির ঘোষণা করতে পারে। চলতি বছরের নভেম্বর মাসেই প্রকাশিত হয়ে গিয়েছে আগামী বছরের ছুটির তালিকা।

আর সেই তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে উৎসবের কারণে টানা ২১ দিনের ছুটি পাচ্ছেন সবাই। এখন জেনে নেওয়া জরুরি, ঠিক কবে কবে থাকছে ছুটি। এই ২১ দিনের লম্বা ছুটির তালিকা দেখে সরকারি কর্মীদের মুখে ফুটেছে হাসি। চলতি বছর অক্টোবর মাসে দুর্গাপূজো হওয়ার কারণে অক্টোবর এই ছুটি চলছিল রাজ্যে। তবে নভেম্বর মাসেও উৎসবের রেশ থাকায় ছুটি জারি ছিল। আর এখন নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আসার মুখে। ডিসেম্বর মাসে ক্রিসমাসের কারণে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ‌তবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের হলিডে লিস্টের দিকে এখন থেকেই চোখ রাখা হচ্ছে।‌

টানা ২১ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা

সদ্য প্রকাশিত হওয়া আগামী বছরের তথা ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার থেকে জানা যায় যে, আগামী বছরের উৎসবের মরশুমে সবমিলিয়ে ২১ দিন ছুটি দিল পশ্চিমবঙ্গ সরকার। দুর্গোৎসব, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে ২০২৫ সালে ছুটি পড়ছে ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তাই ২১ দিনের লম্বা ছুটি থাকবে। দিন কয়েক আগেই শুক্রবার রাতে রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে প্রকাশ করা হয়েছে ছুটির তালিকা।

আর সেই তালিকা থেকেই দেখা যাচ্ছে, দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মীপুজো মিলিয়ে ১২ দিন ছুটি দেওয়া হয়েছে। এর পাশাপাশি, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো মিলিয়ে আবার নদিনের ছুটি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে সরকারি কর্মীরা আসন্ন উৎসবের মরশুমে হাতেগোনা কয়েকটি দিন অফিসে যাবেন। বাকি বেশ অনেকদিন ধরেই ছুটি উপভোগ করবেন। ‌তবে তালিকা থেকে এও দেখা যাচ্ছে যে, রবিবার পড়ে যাওয়ায় অনেকগুলি ছুটির দিন মিস হয়েছে।

নতুন বছরের ছুটির তালিকা প্রকাশিত। টানা 46 দিনের ছুটি দিল নবান্ন

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ৬ এপ্রিল রামনবমী, ৬ জুলাই মহরম, ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী (যদিও এই ছুটি থাকে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায়)‌ ২১ সেপ্টেম্বর মহালয়া।‌ এই প্রত্যেকটি দিন রবিবার পড়েছে বলে ছুটি মিস হচ্ছে। যদিও সরস্বতী পূজো রবিবার পড়েছে বলে সোমবার ছুটি দিয়েছে রাজ্য সরকার। তাই অল্প মনভার হলেও সারা বছরের ছুটির তালিকা নিঃসন্দেহে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

Related Articles

Back to top button