লক্ষ্মীর ভাণ্ডার থেকেও আকর্ষণীয় প্রকল্প ঘোষণা মমতার। আজ থেকে দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন করা যাবে। বিশদে দেখুন।
পয়লা নভেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের প্রায় সব রকম সুবিধাগুলিকে কোনায় কোনায় পৌঁছে দেবে রাজ্য সরকার। আর এর মাধ্যম হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্ক প্রসুত সমস্ত প্রকল্প গুলি সাধারণ মানুষ নিজের কাছে পেয়ে অনেকটাই লাভবান হবেন। আসুন তবে জেনে নেওয়া যাক, কি সেই নতুন দুটি প্রকল্প!
পঞ্চায়েত ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার এর সাথেই মাননীয়ার এই সিদ্ধান্ত বেশ প্রভাব ফেলবে।
লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, তপসিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প ইত্যাদি। এইসব প্রকল্পগুলি আগে থেকেই চালু ছিল। তবে এবারে নবান্নের ঘোষণায় নতুন যে প্রকল্প বা সুবিধা দুটি এবারের নজরে আসবে তা হলো জমির পাট্টা পাবার জন্য আবেদন।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার এর নতুন আবেদন করতে পারবেন। এছাড়া আপনার জমির পাট্টা পাবার জন্য নির্ধারিত ফরম্যাট নিয়ে আবেদন জানাতে পারবেন। এছাড়া আরো যেই সুবিধা পাবে পশ্চিমবঙ্গের মানুষ, সেটি হল ইলেকট্রিক বিল এবং কানেকশন সংক্রান্ত সুবিধা। এক্ষেত্রে বলা হয়েছে যে, যাদের অনেক দিনের বকেয়া ইলেকট্রিক বিল আছে তারা সেই বিষয়ে এই ক্যাম্পে পরামর্শ করতে পারবেন ।
প্রয়োজনে জমাও দেওয়া যাবে এখানেই। এছাড়া নতুন করে আপনি বাড়ির ইলেকট্রিক সংযোগ পাবার জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্যাম্পে গেলে আর আপনাকে ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়ে লাইন দিয়ে সময় নস্ট করে বসে থাকতে হবে না।
বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার নারীরা পাচ্ছেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার এর সুবিধা হিসেবে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে। তবে এবারে প্রত্যেকেরই বারান হচ্ছে মাসিক ভাতা। এটাই রাজ্যের অত্যধিক বাজার মুল্যের বাজারে বেশ স্বস্তি দেবে বাংলার নারীদের।
এবারে যারা ৫০০ টাকা করে পাচ্ছিলেন, তারা পাবেন মাসিক ৭৫০ টাকা করে। আর যারা ১০০০ টাকা করে পাচ্ছিলেন এতদিন, তারা পাবেন মাসিক ১২৫০ টাকা করে। তবে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার এর বর্ধিত সুবিধা পেতে নতুন করে কোন আপডেট করার দরকার নেই। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাঙ্ক এর সাথে আধার বা মোবাইল নাম্বার সংক্রান্ত লিঙ্ক করা না থাকলে আপনার এর ভাতা বন্ধ হয়েও যেতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার এর 500, 1000 টাকা দেওয়া বন্ধ। আর্থিক সঙ্কটেও সিদ্ধান্ত মমতার।
এই দুয়ারে সরকার প্রকল্পে আপনাদের যে সকল প্রমান লাগবেই সেগুলি হল- বাসস্থানের প্রমান, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমান, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাশ বই, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার ইত্যাদি। বিশেষ নোটিস দিয়ে আধিকারিকদের।
এছাড়াও রাজ্যের বাগনান-২ ব্লকের প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, তাদের ব্লকে আছে মোট ৭ টি পঞ্চায়েত। তাদের সকলকে সুবিধা পৌঁছে দিতে মোট ১৪০ টি ক্যাম্প করা হয়েছে। তবে এবারের নতুন আকর্ষণ হিসেবে থাকবে মোট ২৮ টি ভ্রাম্যমান বা মোবাইল ক্যাম্প। এই ক্যাম্প গুলি কোন ট্যাব্লো বা বড়ো গাড়ির মাধ্যমে করা হবে। ফলে আরও কাছাকাছি পৌঁছে আবে এই সুবিধা।
রাজ্যের SC ST OBC ছেলে মেয়েদের জন্য বিরাট সুবিধা ঘোষণা করলেন মমতা, আর কোনও চিন্তা নেই।
আর না ভেবে সামনেই পঞ্চায়েত ভোট আসছে। হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভান্ডার এর পাশাপাশি অন্যান্য প্রকল্পগুলির সুবিধাগুলি উপভোগ করুন। এমন নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আর নিজের জিজ্ঞাস্য অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.