14 জন IAS Officer পাঠিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করলো কেন্দ্র, রাজ্যে আচমকা এতো অফিসার কেন?

উচ্চ পর্যায়ের IAS Officer পাঠাতে পেরে অনেকটাই স্বস্তিতে দিল্লী।

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই IAS Officer সহ অন্যান্য অফিসারদের সম্মিলিত প্রয়াশের মাধ্যমে রাজ্যের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রিত হয়। এর পাশাপাশি প্রশাসনিক দপ্তরের মাধ্যমে জনগণ নানা রকমের সরকারি সুবিধা পেয়ে থাকে নির্দ্বিধায়। এবারে রাজ্যে এল 14 জন IAS Officer.

গত 29.09.2022 তারিখে বিজ্ঞপ্তি নম্বর – 1674-PAR(IAS)/5C-04/21 প্রকাশ করে নবান্ন। 13 সপ্তাহের জন্য কেন্দ্রের নানা দপ্তরে Assistant Secretary এর দায়িত্ব সামলানোর পরে এই 14 জন অফিসারকে আগামীকাল 11.10.2022 তারিখে নবান্নে রিপোর্টিং করতে বলা হয়েছে। এনাদের ট্রেনিং গত 11.07.2022 তারিখে শুরু হয় এবং শেষ হয় গত 07.10.2022 তারিখে।

এই সকল IAS Officer – দের মধ্যে আছেন মিস অনন্যা সিং, শ্রী আশীষ কুমার, শ্রী অবাধ সিংহাল, মিস একাম জে. সিং, শ্রী মনজিৎ কুমার যাদব, শ্রী নভনীত মিত্তাল, মিস নেহা ব্যানার্জি, শ্রী যোগেশ অশোকরাও পাতিল, শ্রী রৌনক আগারোয়াল, শ্রী সৌরভ পান্ডে, শ্রী শুভম কুন্দল, শ্রী উৎকর্ষ সিং, শ্রী বন্দবাসী তেজ দীপক, শ্রী বিষ্ণু দাস প্রমুখ।

বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বমোট ২৮৮ জন IAS Officer কর্মরত আছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে। তবে সম্প্রতি রাজ্যে কয়েকটি নতুন জেলা এবং পুলিশ জেলা হবার কারণে নতুন অফিসারের দরকার পড়বে বলে আগে থেকেই দিল্লীকে জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। অবশেষে রাজ্যের এই আবদারে সাড়া দিল কেন্দ্র।

এবারে পাম্পে গেলেই মিলবে না পেট্রোল, ডিজেল। Petrol Diesel পেতে কি করতে হবে, জানুন।

এই সকল উচ্চ পর্যায়ের অফিসারেরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সামলানোর কাজে যোগ দেবেন আগামীকাল তথা ১১ই অক্টোবর, মঙ্গলবার থেকেই। পশ্চিমবঙ্গ ক্যাডারের ঐ সকল অফিসারেরা গত জুন মাসের পর থেকেই কেন্দ্রীয় সরকারের Assistant Secretary হিসেবে দেপুটেশনে ছিলেন। কাজে যোগদানের বিষয়ে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

পূর্বের নিয়মে কিছুটা রদবদল আনা হয়েছে। এই সকল অফিসারেরা রাজ্যের কাজে যোগ দেবার পরপরই বিভিন্ন দপ্তরের ওএসডি পদে নিযুক্ত হয়ে নিজেদেরকে প্রশাসনিক কাজের সাথে পরিচিতি করান। এরপরেই রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বভার নিয়ে কাজ শুরু করেন। পূর্বে প্রশিক্ষণ শেষের পরেই তা করতে পারতেন। কিন্তু এখন কিছুদিন কেন্দ্রীয় সরকারের Assistant Secretary হিসেবে কাজ করেই নিযুক্ত হতে হচ্ছে।

পুজোর মধ্যেই ফের বাড়লো ট্রেনের টিকেটের দাম, পকেটে টান নিত্য যাত্রীদের, তার মধ্যেই টিকিট কাটার নতুন নিয়ম।

বর্তমানে ২৮৮ জন IAS Officer আছেন রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র থেকে পাঠানো এই সকল নতুন আমলাদের হাতে রাজ্যের নানা কা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। রাজ্যের নানা জনমুখী প্রকল্প বাধাহীনভাবে পৌঁছে যাবে জনগণের দুয়ারে। এছাড়াও রাজ্যে মোট ৭ টি নতুন জেলা গঠনের আলোচনা হয়েছে মন্ত্রীসভায়।

সেই সকল জেলায় আধিকারিকের প্রয়োজন। নাহলে সেই জেলার কাজ পরিচালনা করা বেশ কষ্টকর। বিগত বছরগুলির দিকে তাকালে দেখা যায়, রাজ্য নিয়ম করেই প্রতি বছরই কিছু নতুন অফিসার পাচ্ছে। সুতরাং এবার থেকে রাজ্যের সকল রকল জনমুখী কাজের ক্ষেত্রে আরও গতি আসবে বলেই মনে করছেন রাজ্যবাসী। এমন আরও খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button