Madhyamik পরীক্ষা সংক্রান্ত নির্দেশ পর্ষদের। 10 টি নিয়মের ঘেরে বাঁধা হল স্কুলগুলিকে। না মানলে কঠোর ব্যবস্থা।

Madhyamik পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দিল পর্ষদ। এই সকল নির্দেশিকা না মানলে বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে পরীক্ষা। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এর ঠিক 2 মাস আগেই বিশেষ বিজ্ঞপ্তি জানিয়ে সমস্ত বিদ্যালয়গুলিকে সতর্ক করে দিল পর্ষদ। এর সাথে সাথে নিতে বলা হয়েছে বিশেষ বিশেষ ব্যবস্থা। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি।

প্রত্যেক ছাত্রছাত্রীকে Madhyamik পরীক্ষা দেবার আগে এই বিশেষ বিষয় জানা খুব জরুরী।

এবারের Madhyamik পরীক্ষা 2023 কে এক্কেবারে ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছে মধ্যশিক্ষা পর্ষদ। পঞ্চায়েত নির্বাচন হতেও হাতে বেশি একটা সময় বাকি নেই। এর মধ্যেই এই পরীক্ষা নির্বিঘ্নে করতে বেশ কয়েক দফা নির্দেশ জারি করল WBBSE. গঠন করা হল মনিটরিং কমিটিও। এই কমিটি তৈরি হল জেলা আহবায়ক, সাব দিভিসনাল আহবায়ক এবং অন্যান্য সদস্যদের নিয়ে।

সম্পূর্ণ স্বচ্ছ এবং সুন্দরভাবে Madhyamik পরীক্ষায় যে যে নতুন বিষয়গুলিকে বিশেষভাবে নজর দেওয়া হল, সেগুলির মধ্যে প্রথমত প্রতিটি বিদ্যালয়ের শৌচাগার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়গুলিকে। রাখতে হবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা।

এছাড়া Madhyamik পরীক্ষার সময়ে বিদ্যালয়ে রাখতে হবে CCTV এর ব্যবস্থা। এর সাহায্যে Madhyamik পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়ে নজরদারি চালানো সম্ভব। এছাড়াও বিদ্যালয়ে থাকতে হবে পর্যাপ্ত সংখ্যক আসবাবপত্র। চেয়ার, টেবিল, বেঞ্চ যদিও এখন প্রতিটি বিদ্যালয়ে পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণেই। সেগুলি সঠিক ভাবে যাতে ক্লাস অনুসারে সজ্জা করা থাকে সেদিকে নজর রাখা দরকার।

Holiday List 2023 অনুসারে স্কুলে গরমের ছুটি কমলেও পূজোর ছুটি হলো 32 দিন! ছুটির তালিকা।

Madhyamik পরীক্ষা চলাকালীন শ্রেণীকক্ষে যাতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকে, সে বিষয়ে সুনিশ্চিত করতে হবে নির্ধারিত কর্তৃপক্ষকে। কারণ অনেক বিদ্যালয়েই পরীক্ষার সময়ে আলোর অভাবে পরীক্ষার্থীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও বিদ্যালয়ে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য পৃথক ঘরের ব্যবস্থা রাখা অবশ্য কর্তব্য। নাহলে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

এছাড়াও আরও বলা হয়েছে, ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম রাখার জন্য আলাদা ঘর যাতে থাকে সেদিকেও নজর দিতে বলা হয়েছে। পরীক্ষার হলে পরিদর্শকের যাতে কোন অসুবিধা না হয়, সেদিকেও বেশ ব্যবস্থা নিতে হবে। যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, তাদের কাজ হল, নির্ধারিত বিদ্যালয়ে গিয়ে এই সমস্ত বিষয়ে নজরদারি চালান। কোন রকম অসুবিধা হলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে বিসেহ খেয়াল রাখতে হবে।

প্রত্যেক স্কুলের বার্ষিক স্পোর্টস, সার্কেল ও সাবডিভিশন স্পোর্টস এর বিজ্ঞপ্তি প্রকাশ, কবে, কিভাবে?

মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23 শে ফেব্রুয়ারি, 2023 তারিখে। আর বেশি দিন বাকি নেই। এই অল্প সময়ে পড়ুয়াদের যেমন পরীক্ষা প্রস্তুতি চলছে তেমনই স্কুল কর্তৃপক্ষকেও নিতে হবে বিশেষ এই সকল পদক্ষেপ। এই সংক্রান্ত আরও নির্দেশিকা জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

One Comment

  1. I have read all instructions above . The school authority of 23rd district’s school of West Bengal should take necessary steps about it . Invigilators have to guard every student carefully .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button